• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

মায়ের পেছনে হাঁটছিল, মুহূর্তেই প্রাণ গেল কাজলির

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪  

কুড়িগামের উলিপুর উপজেলায় মায়ের সঙ্গে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা যায় গরুটিও।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর বাগুয়া হকের চর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কাজলি আক্তার চর বাগুয়া হকের চর গ্রামের আব্দুল কাদের-নুরিমা বেগম দম্পতির মেয়ে।

জানা যায়, বিকেলে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে ব্রহ্মপুত্র তীরবর্তী চরবাগুয়া গ্রাম। ওই সময় ১০ বছরের মেয়ে কাজলি আক্তারকে নিয়ে বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা গরু আনতে যান মা নুরিমা বেগম। দুটি গরুর একটির রশি হাতে নিয়ে সামনে হাঁটছিলেন মা নুরিমা। আরেকটি গরু নিয়ে পেছন পেছন ফিরছিল মেয়ে কাজলি। এ সময় ঘটে আকস্মিক বজ্রপাত। চোখ ঝলসে দেওয়া আলোর ঝলকানি আর বিকট শব্দের শেষে মা নুরিমা পেছন ফিরে দেখেন তার ছোট্ট মেয়ে আর গরুটি নিথর হয়ে পড়ে আছে। নুরিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও কাজলি আর সাড়া দেয়নি। ঘটনাস্থলেই প্রাণ হারায় কাজলি ও গরুটি।

স্থানীয়দের বরাত দিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আবু ছায়েম জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে ব্রহ্মপুত্র তীরবর্তী হকের চর গ্রাম। খানিক বিরতি দিয়ে দিয়ে আকাশে মেঘের গর্জন চলছিল। এ সময় কাজলি তার মাসহ বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যায়। বাড়ি ফেরার আগেই আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –