• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

ডিমলায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ যুবক আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪  

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় চারজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার(২২ অক্টোবর) ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের ঠাকুরগঞ্জ বিওপির টহল দল। 
মঙ্গলবার বিকালে আটককৃতদের ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে মামলা দায়ের করে বিজিবি। 
আটককৃতরা হলেন, জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের শম্বু দত্ত মৌলিকের ছেলে আনন্দ দত্ত মৌলিক (২৬), নীলফামারী জেলা সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮) ও পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯)। 
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কারণে বিজিবি বাদী হয়ে তাদের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –