• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

‘প্রযুক্তির সহযোগিতায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও প্রযুক্তির সহায়তায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, এরই মধ্যে জুম ও গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ঘরে ঘরে ওয়ার্কশিট পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এলজিইডি ভবনে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ এর অর্জনসমূহের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

শিক্ষাই জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতি সত্ত্বেও প্রযুক্তির সহযোগিতায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠচর্চা ও পাঠে মনোযোগী রাখার উদ্দেশ্যে ‘সংসদ বাংলাদেশ’ টেলিভিশনের মাধ্যমে ‘ঘরে বসে শিখি’ পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও দেশের সব কমিউনিটি রেডিও এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত এবং রস্ক প্রকল্প পরিচালক মো. মাহবুব হাসান শাহীন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –