• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

একাদশে পছন্দের কলেজ পেল সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২  

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত ফলে পছন্দের কলেজ ও মাদরাসা পেয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ শিক্ষার্থী।

ভর্তির জন্য ১৫ লাখ ৭৬ হাজার ১৩৩ শিক্ষার্থী আবেদন করেছিল। শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যার পর থেকেই ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে তাদের ফল দেখা যাচ্ছে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নির্ধারিত ফি দিয়ে সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে আবার ফিসহ আবেদন করতে হবে।

৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১ ও ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –