• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বেরোবির ৬২৭ শিক্ষার্থী পাচ্ছে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ২০২২ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

বঙ্গবন্ধু মেধাবৃত্তি-২০২২ পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৬২৭ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. আর এম হাফিজুর রহমান সেলিম।

ড. হাফিজুর রহমান বলেন, এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬২৭ শিক্ষার্থী পাচ্ছেন বঙ্গবন্ধু মেধাবৃত্তি। এর মধ্যে অনার্স থেকে মেধাবৃত্তি পাচ্ছেন ৬৩১ জন ও মাস্টার্স থেকে মেধাবৃত্তি পাচ্ছেন ৯৬ জন শিক্ষার্থী। অনার্স ও মাস্টার্সের সর্বশেষ সেমিস্টার পরীক্ষার ফলাফল অনুযায়ী সকল বিভাগের প্রত্যেক সেশনের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। আগামী ১৭ই মার্চ, ২০২২ দুপুরে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির টাকা তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর (২০২১) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু মেধাবৃত্ত চালু করা হয়। এ সময় ৩১৮ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –