• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

হাবিপ্রবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২৩  

 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপকবৃন্দের জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 

আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এসএম হারুন-উর-রশীদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন আইইউবিএটি এর আইকিউএসির ডিরেক্টর ও স্ট্যাটিস্টিকস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খোন্দকার সাইফ উদ্দিন। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –