• বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৯ জ্বিলহজ্জ ১৪৪৫

বাংলাদেশে ‘কুরুলুস উসমান’র এত ভক্ত: অবাক বুরাক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৪  

জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কুরুলুস উসমান’-এ উসমান বে চরিত্রে অভিনয় করেছেন তুর্কি তারকা বুরাক অ্যাজিভিট। শুক্রবার ঢাকায় আসেন তিনি। তাকে ঢাকায় আমন্ত্রণ জানায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

রোববার রাজধানীর র‌্যাডিসন ব্লুতে একটি প্রেস মিটের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এদিন লাল শার্ট পরে হাজির হন উসমান বে খ্যাত তারকা। সাংবাদিকদের উদ্দেশে শুরুতেই তিনি বলেন, স্বাগতম বাংলাদেশ। বাংলাদেশে ‘কুরুলুস উসমান’র এত ভক্ত! এ ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। পাকিস্তান গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, বাংলাদেশের মতো এত ভক্ত কোথাও দেখিনি।

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’-এর নায়ক বুরাক অ্যাজিভিট। সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তাই তাকে একনজর দেখতে বাংলাদেশের দর্শকদেরও আগ্রহের কমতি ছিল না।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –