• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

কুড়িগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৪  

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল এগারোটায় জেলাসদরের পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম—২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা:হামিদুল হক খন্দকার।

কুড়িগ্রামের ৯ উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময়ের মধ্যে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী জেলার ২ লাখ শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,সিভিল সার্জন ডা.মুঞ্জুর এ মোর্শেদ,পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম,পৌর মেয়র কাজিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল হালিম,সদর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহরিয়ার হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীন নীলু প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –