• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

নিম্নমানের মূল্য তালিকা না থাকায় ২ হোটেল ব্যবসায়ীর জরিমানা      

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ২ হোটেল ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, হোটেলে মূল্য তালিকা না থাকা ও নিম্নমানের খাবার বিক্রি করায়  এ জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৩ জুন) বিকেল ৪টায় উপজেলার বালারহাট বাজারে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এস এম মাসুম দৌল্ল্যা এ অভিযান পরিচালনা করেন। এ সময়  আর এম হোটেলের মালিক দুদুল মিয়ার ৩ হাজার টাকা ও  সিঙ্গারা হাউজের মালিক চেংটু চন্দ্র সেনের ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। পরে  তাদের  জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের খবরে ব্যবসায়ীরা মুহুর্তের মধ্যে সমস্ত দোকান পাঠ বন্ধ করে সটকে পড়েন।

কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (অভিযান) এস, এম, মাসুম দৌল্ল্যা জানান, একদিকে হোটেলে নিম্নমানের খাবার, অন্য দিকে মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –