• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

ভুরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স‍ার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

পর্যায়ক্রমে উপজেলার ১৫৫০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমূখ। 

আরও উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –