• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘বিশ্ব ইজতেমা’ ও ‘আখেরি মোনাজাত’ আসলে কী?

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪  

টঙ্গির তুরাগ নদের পাড়ে চলছে ‘ইজতেমা’ বা ‘বিশ্ব ইজতেমা’।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ানের মাধ্যমে ৫৭তম বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়। আর এরই মধ্যে দেশসহ সারা বিশ্ব থেকে জড়ো হতে শুরু করেছেন তাবলিগের সাথীরা।

পৃথিবীরে সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজের পর এই বিশ্ব ইজতেমাকে বলা হয় মুসলমানদের দ্বিতীয় বড় জমায়েত।

‘বিশ্ব ইজতেমা’ ও ‘আখেরি মোনাজাত’ আসলে কী?

‘ইজতেমা’ আরবি শব্দ যার অর্থ সম্মেলন, সভা বা সমাবেশ। আর ‘বিশ্ব ইজতেমা’ শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মিলনে সৃষ্ট।

আখের অর্থ শেষ, আখেরি অর্থ শেষের; মোনাজাত মানে দোয়া বা প্রার্থনা। আখেরি মোনাজাত অর্থ হলো সমাপনী দোয়া বা যে দোয়ার মাধ্যমে অধিবেশন সমাপ্ত করা হয়। বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখেরি মোনাজাত। প্রবল ধর্মচেতনার উদ্দীপনা নিয়ে বিশ্ব মুসল্লিগণ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন আর আমিন আমিন বলে মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আখেরি মোজাতের সময় টঙ্গীর তুরাগ পাড় যেন পরিণত হয় মুসল্লিদের জোয়ারে। আর আখেরি মোনাজাতের মধ্য বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম শেষ হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –