• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

হজরত আদম (আ.) এর দোয়া

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪  

হজরত আদম (আ.) ও বিবি হাওয়া শয়তানের ধোকায় পড়ে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিষিদ্ধ গন্ধম ফল খেয়েছিলেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে প্রেরণ করেন। হজরত আদম (আ.) ও বিবি হাওয়ায় দুনিয়ায় পতিত হয়ে দারুনভাবে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে লাগলেন। তখন তাদেরকে দয়াময় আল্লাহপাক নিচের দোয়াটি শিখিয়ে দেন, যার বরকতে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছিলেন।‎‫رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ‎

উচ্চারণ: ‘রাব্বানা জালামনা আনফুসুনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন’।

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব’। ( সূরা: আরাফ, আয়াত: ২৩) (সুনানে আবু দাউদ; সুনানে ইবনু মাজাহ)

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –